✍️প্রতীক হালদার
ভাবছো তুমি তুচ্ছ যাকে
করছো যাকে হেলা,
সেই তোমাকে সঙ্গ দেবে
জীবনের শেষ বেলা ।
সে ও মানুষ রক্ত-মাংসের
তারও আছে মন,
মানুষ বলে ভেবো তাকে
হবে আপনজন ।
বন্ধু বলে ভাবো যদি
দুঃখের দিনেও তাকে পাবে,
মিলেমিশে থেকো সবাই
কে বা কদিন পৃথিবীতে ।
যাওয়া-আসার সময়েতে
কখন কাকে নেবে ডেকে,
পর হয়ে কখন যাবে
এই সুন্দর পৃথিবী থেকে ।
0 মন্তব্যসমূহ