বনভোজন

বনভোজন

বনভোজনের আনন্দটা হারিয়ে গেছে কবে। 
বনভোজনটা ভ্রমণ হয়ে দেখা দিলো যবে।। 
শীতের দিনে পাড়ায় পাড়ায় আনন্দ ছিল বেশ। 
দিনে দিনে আনন্দ কম, মাতাল পরিবেশ।। 
গ্রামে গ্রামে বাড়ী বাড়ী বনভোজনের  রেশ। 
অতীতটা আজ বাক্সবন্দী আনন্দ হলো শেষ।। 
জঙ্গল কেঁটে ঘর বানিয়ে হতো বনভোজন। 
এখন তা আর করবে বা কে ? সবাই মহাজন।। 
স্রোতের নৌকায় সময় চলে হারানো সেই দিন। 
মনের কোণে ছবি গুলো লাগে বেরঙিন।। 
আধুনিকতার ছোঁয়ায় পিকনিকে মোরা যাই এখন ছুটে। 
বনভোজনটা হারিয়ে গেছে কালস্রোতের পিঠে।। 
ডিজে গানের কলরবে বড়োই মাতামাতি। 
একটু আরটু বিবাদেতে লাগে হাতাহাতি।। 
পিকনিকটা আজ হয়ে গেছে একটু দুরে ভ্রমণ। 
খাওয়াটা না হয় হোটেলে হবে চলবে আলাপন।। 
নানান  POSE -এ DSLR -এ শুধু ফটো তোলা। 
 এক একটা বিরূপ ভঙ্গী যেন শুভ্র মূলা।। 
হারিয়ে গেছে কাঠ কুড়িয়ে রান্না করে খাওয়া। 
দিনের পর দিন বহে চলে আধুনিকতার হাওয়া।। 
হারিয়ে গেছে গল্প গুজব ভাব বিনিময়ের পালা। 
বেড়ে গেছে টাকার গরম বেড়েছে মনের জ্বালা।। 
পিকনিকটা হয়ে গেছে শুধু ঘুরাঘুরি। 
পোষাকের বেশভূষা দেখে জ্বলে পুড়ে মরি।। 
বনভোজন আজ অস্তিত্বহীন বিলুপ্তির পথে প্রায়। 
আধুনিকতার পদতলে সভ্যতা ডুবে যায় ।। 
  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ