আমার অভিমান

    ✍️ প্রিয়াঙ্কা আদক

তোমাকে নিয়ে অনেক অভিমান,
হয়তো রাগ বা ভালোবাসা বলতে পারো
অনেক জমে আছে, জানো বাবা
তুমি যখন ভাইকে কোলে নিতে,
আমাকে নিতে না 
তখন আমার খুব অভিমান হতো।
কারো সাথে কথা বলতাম না
 চুপটি করে বসে কাঁদতাম
কিন্তু তুমি বুঝতেই পারতে না।
তোমাকে বলতে চেয়েছি অনেকবার
কিন্তু পারিনি বলতে।
বলতে গেলেই অশ্রু গড়িয়ে পড়ে
দু'নয়ন বেয়ে; আচ্ছা বাবা,
তোমাকে নিয়ে কেন এত অভিমান?
হয়তো অনেক খানি ভালবাসি তাই
জানো তোমার ওপরে আমার অগাধ বিশ্বাস,
হয়তো নিজের ওপরে এতটা বিশ্বাস নেই।
কিন্তু মাকে ও তো ভালোবাসি
কই মাকে নিয়ে তো কোন অভিমান, অভিযোগ নেই আমার।
হয়তো বয়সটা এখন অল্প, 
তাই এত অভিমান।
জানো অভিমানগুলো জমতে জমতে 
পাহাড় সমান হয়ে দাঁড়িয়েছে।
তবুও তোমাকে বলতে পারব না,
তাই খাতার পাতায় লিখে রাখলাম;
পারলে কোন একদিন পড়ে নিও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ