সঙ্গতিহীন প্রলাপ

সঙ্গতিহীন প্রলাপ

সেদিন বসন্তকুটিরের পাশ দিয়ে যাওয়ার সময়  পথের বাঁকে এসে দেখতে পেয়েছি, তুমি রাজঘাটে দাড়িয়ে আছো। 

তুমি অপেক্ষা করছো সকাল থেকে সন্ধ‍্যা, একটা বলয়ে, একটা শান্ত সময়ের;  
স্বপ্নমাখা কথাগুলো তুমি কাউকে শোনাবে বলে ভাবছো। 

চারদিকেই ছিল একটা নিস্তব্দতার ছবি, শুধুমাত্র বাতাসের একটা সঙ্গতিহীন প্রলাপ কানে বেজেছিল, 
এই নদী আর আকাশ সবকিছুই তখন রঙিন ছিল। 
কথাগুলো ছিল তোমার কোনো বসন্ত দিনের, শুনিয়েছিলে কোনো এক বেসামাল প্রেমিককে; জানি, সে কোনোদিনই তোমার ছিল না। 

বাতাসে ছিল প্রণয়ের সুবাস, আর ছিল  মনমাতানো একটা শুদ্ধ বিকেল, যা সহস্র প্রেমের যুগলকে বেঁধে রাখতে পারতো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ