✍️সৌরভ দেবনাথ
বিদ্রোহী সেজেছি আজ আমি ক্ষুদ্র জীবন যুদ্ধে ,
কত লড়াই কত লড়াই খন্ড খন্ড প্রমান সহে ।
আমার রক্তের শিরায় শিরায় মিশে গিয়েছে আজ বদলার আগুন,
রণস্বরে ঝাঁপিয়ে পড়বো এবার দেখাবো কর্মের গুন।
লোকে যেথা ভীতু বলে আমি ভিতু নই,
আমি বিদ্রোহী আমি জীবনসংগ্রামী খুজি শুধু বেঁচে থাকার মূল ।
আমি ছিনিয়ে নেই সেই ভাগ্যরাশি, যাহা লোকেবলে তুই নগণ্য প্রাণী।
আমি আমার লেখার ছন্দে পরিবর্তন করি আধুনিক যুগের মানব জাতি ।
আমি অগ্নিরশিখা আমি দাবানল আমি অত্যাচারীদের করি ছাই।
এই নয় শেষ আমার এই নয় শেষ এইতো নিলাম আমি সংগ্রামের ভেষ ।
আমি লড়বো আমি লিড়েই যাবো যতদিন না নারীর নিরাপত্তা দিতে পারব।
আমি যোদ্ধা আমি লড়তে জানি আমি মানুষ আমি মৈএীর সেতু গড়তেও জানি।
আমার পরিচয় আমি বিদ্রোহী তার আগে আমি একজন সৃষ্টিকর্তার সৃষ্টি ।।
0 মন্তব্যসমূহ