"মা স্নেহময়ী"
মা তুমি স্নেহময়ী,করুনাময়ী,
তুমি অতুলনীয়া
তোমার স্নেহ আছে বলেই পৃথিবীতে
বেঁচে স্নেহ আছে বলেই পৃথিবীতে
বেঁচে স্নেহ, মমতা, ভালবাসা।
মাগো, মা তোমার হাত ধরেই
প্রথম আলোর মুখ দেখা, পৃথিবীতে আসা।
তোমার কোলে মাথা রেখেই, আমার প্রথম
শিক্ষা লাভের সূচনা।
তোমার ভালবাসাতেই খুঁজে পাই
আমার বেঁচে থাকার আশা।
মা, তুমি থাক গো চিরকাল শ্রদ্ধার আসনে,
অস্রুসিক্ত নয়ন মেছাতে।
0 মন্তব্যসমূহ