একখানা শূন্য চিরকুট ,
দিলাম তোমায়।
কলমদানিতে ভরাটে কলম,
লিখে নিও ইচ্ছেমতন।
পুরোটাই গোছালো শব্দ,
কিংবা শূন্যপাতা।
ইচ্ছেরা সবই এখন,
তোমার মালিকানাধীন।
লিখতে পারো বটে,
ভালোবেসে আমার নাম।
আর না হয় ফিরিয়ে দিও,
আঁকিবুকি কালো গোলাপ।
তখন আর সাজবেনা,
কুঞ্জে কুঞ্জে লাল গোলাপি ফুল।
0 মন্তব্যসমূহ