সম্পাদকীয়...........................✍️
আমরা রোজ প্রতিবাদ করি, রোজ সম্পর্ক তৈরি করি, আবার রোজ শত্রু নিজে হয়ে যায়। পৃথিবীর নিয়মই এরকম। কিন্তু পৃথিবীতে এমন কিছু মহাপুরুষ বা মহামানব এসেছিলেন যাঁরা কোনোদিন শত্রু তৈরি করিনি৷ বরং সবাইকে ভালোবেসে গেছেন৷ তাঁদের উদ্দেশ্য ছিল সমাজ কল্যাণ করা। এমন মহা-মানবদের নাম উল্লেখ করা যায়। যেমন- নেতাজী সুভাষ চন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, এপিজে আব্দুল কালাম, রবীন্দ্রনাথ ঠাকুর আরো অনেকে। তাঁদের ঘৃণা বা জীবন থেকে ত্যাগ করতে চাইলেও আমরা তা পারি না। আজ তাঁদের মহান প্রেমের আবেগেই কবি-লেখকদের আবেগের তৈরি কলম দিয়ে নবোন্মেষ সাহিত্য পত্রিকার জানুয়ারী সংখ্যা সেজেছে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং যাদের সহযোগিতায় নবোন্মেষ মানুষের হৃদয় মহাকাশে স্থান পেয়েছে তাদেরও ভালোবাসা জানাই। এই সংখ্যায় যারা বিশেষ সহযোগিতা করেছেন, যেমন- পান্থ দাস, সুমিতা স্মৃতি, সঞ্চয়িতা শর্মা তাদেরও অসংখ্য ধন্যবাদ জানাই। শুভকামনায়-
গৌরাঙ্গ সরকার
(সম্পাদক, নবোন্মেষ)
শিবশংকর দেবনাথ
(সহ-সম্পাদক, নবোন্মেষ)
0 মন্তব্যসমূহ