আমার বাড়ির উঠুন পাশে বাবুই পাখির বাসা
থাকে তারা মনে নিয়ে কতই রকম আশা।
করে তারা দিনের বেলা শুধুই কিচিরমিচির
সারাদিন বুনে বাসা রাত্রে নিবিড়।
বাবুই পাখির বাসা বুনা বড্ড চমৎকার
তার উপর গবেষণা খুবই দরকার।
বাবুই পাখি পুরুষ নারী খুবই পরিশ্রমি
দিন দুপুরে প্রখর রোদে বাসা বুনানি।
বাবুইরে তুই কেমন পাখি এতো কেনো বুদ্ধি?
তোদের শিক্ষা মোদের দরকার হতে জ্ঞানের বৃদ্ধি।
0 মন্তব্যসমূহ