সহযাত্রী

 


"""""""""""" ✍️ চন্দন পাল

অযোধ্যা থেকে রেল ফিরে-

সোঁ সোঁ আদুরে বাতাস গায়ে লাগে সরযূ কোশল মিথিলা দন্ডকারণ্য পঞ্চবটী কিষ্কিন্ধ্যা রামেশ্বরের।

গায়ে লাগে পবিত্র রাম নাম ! 

এখন আর কেহ 'রামের কিরা' কেটে মিথ্যা বলবে না।


কামড়ায় সোনার হরিনীর উপস্থিতি টের পাই!

সুবর্ণ ঝিলিক ছোটে, সুগন্ধে বিমোহিত দিক্বিদিক। 

ঘরে এসে জামা ঝারা দিতেই ছড়িয়ে পড়ে তার গন্ধ। 


আস্থা আর মায়ার শেষে! বিজ্ঞানের জয়যাত্রা নির্ঘাত শুরু। 


*************

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ