বেঁচে থাকুক বন্ধুত্ব


                   পূজা মজুমদার 

     তার সাথে  পরিচয়  একদিন  দুপুরবেলা 

  ফেইসবুকে রিকোয়েস্ট ছাটাই করতে  গিয়ে  আচমকা। 

    বন্ধুত্ব করার অনুরোধ করেছিলো সে, 
     আমি মনে মনে বললাম ___ "এ আবার  কোন  
  ছেলে  হে? "

   অতঃপর কবিতা দিয়ে  প্রথম  কথা, 
     আস্তে আস্তে  ভালো বন্ধু হওয়া। 


   আমাদের    হঠাৎ  দেখা 

 বাস স্টপিজে  দাঁড়িয়ে সে
   আমায় দেখে বলা  
----" আরে  কে সে  চিনা
    চিনা " !


    দুজনের গন্তব্য স্থল 
  ছিলো  এক, 
 
 যেতে যেতে পথে  দুজনায় হাসাহাসি হয়েছিলো  অনেক। 

     আজ আমরা পাঁচবছরে পা রাখতে   যাচ্ছি। 

 বেঁচে থাকুক বন্ধুত্ব, 
বেঁচে থাকুক  বিশ্বাস, 
বেঁচে থাকুক  আমাদের সম্পর্ক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন