বসন্তের হাওয়ার মতো এলোমেলো জীবন
চারিদিকে এত আলো, তবুও হৃদয়ে একগুচ্ছ অন্ধকার
লজ্জাপতি পাতার সাথে শূন্যপথে বিহঙ্গ,,
তারপর শুকনো পাতার মতো হৃদয়ে যখন সন্ধ্যা আসে ---
জীবনের কোন এক অচেনা সন্ধ্যায়,
নগ্ন হাতের কর গুনে দেখি
কত দিন
কত রাত যে কেটে গেল
তা জানার নেই।
জীবন প্রায়'ই ---
পূর্বাহ্ণ থেকে শুরু হয়ে কোন এক সময়
সমস্ত কিছু স্তব্ধ হয়ে যায়;
জীবন যে বসন্তের হাওয়ার মতো ধীরে ধীরে ---
কখন যে এই জীবনের সাথে মৃত্যু এক হয়ে মিশে গেল,
তার কোনো জ্ঞান নেই।
তারপর বোধহয়
সমস্ত জীবন যেন এক মায়াময় নারীর খেলা
আমাকে ঘিরে রয়েছে কেবল শূন্যতা
আর শূন্যতা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন