বর্ণমালা


          ✍️ অশোকানন্দ রায়বর্ধন 

দেশভাগে বুক ভেঙেছে, ভাগ মানুষে মানুষে 
ভাষার কোন ভাগ হয়নি কাঁটাতার চিরে গেলে 
বর্ণমালায় এখনো সাজে এদেশে ও দেশে
 বিদ্বেষ দূরে ঠেলে দিয়ে আত্মীয়তায় মেলে 

যেখানে শব্দই একই কথা বলে একই গান গায় 
সেখানে বর্ণমালা একসাথে পায় সকলের সম্মান 
এখনও শকুনেরা সজাগ রয়েছে উড়ছে আকাশে আকাশে 
কখন জানি বিভাজন টানে বুকটাকে ভরে হা-হুতাশে ।
 ভয় হয় বুঝি লুট হয়ে যায় বর্ণমালার সংসার 
নকশি কাঁথা কি জানি হারায় পার হয় কোন পারাবার 

আমাদের পরব, আমাদের ঈদ, পূজাও বড়দিন 
বর্ণমালার মালায় গাঁথি গাজন লাঠি খেলা, 
মুর্শিদি আর বাউল গানের আখড়ায় মত্তলীন, 
সীমানা পেরিয়ে জমে ওঠে আজও প্রাণের বই মেলা ।

এসো, তাই আজ এক সুরে বলি, একসাথে মিলিয়ে গলা 
তোমার আমার প্রাণে বাঁচুক চিরায়ত বর্ণমালা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন