একুশ তুমি আছো আজও -
সবার মনেৱ দোৱে ,
থাকবে তুমি জনম জনম
এই ভাবেই ঘুরে।
একুশ তুমি যতই হও
সবার থেকে প্রবীণ
তবুও তুমি নবীন ভোরে
শিশুর মত সৱলই রবে ।
তোমায় নিয়ে কতই না ৱাজনীতিৱ খেলা,
ৱাজপথে যতই হোক 'ভাষাবাঁচাও' পালা,
ফেষ্টুন হাতে গায় যত ,অহংকারী গান ,
তাতে তোমাৱ বইবে আৱো সমৃদ্ধতার বান।
তোমায় নিয়ে ঋদ্ধ মানব
গায় যে জয়গান।
তোমাৱ মাসে তোমাৱ গ্ৰামে-
যত পৱিজন
গানযে বাঁধে বাংলা ভাষায় -
বাংলা মায়েৱ ধন।
তোমার মত মুগ্ধ মাস একটিও আৱ নাই,
মায়ের ভাষায় গর্ব তুমি ,সকল হাসা কাঁদা ।
তোমাৱ মত ভক্তি কেন সব কাজেতে নয় !
মানবতাৱ.এই শক্তি বাৰ্তা ,যেন বিশ্বজুৱে বয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন