✍️ পাপিয়া দাস
একে একে চলে যাচ্ছে
পাপিয়া দাস,মেলাঘর।
শৈশবে বন্ধুরা সবে মিলে
খেলতাম কতো মজা করে।
কৈশোরের পা দিতেই
পড়াশুনার চাপে শৈশবের কিছু বন্ধুরা গেলো দূরে সরে।
কৈশোরের সেই বন্ধুদের নিয়ে
চলতো শুধু ফিসফিস সব কথা।
যৌবনে সেই পা রাখতেই
পড়াশুনা ছেড়ে দিয়ে কৈশোরের কিছু বন্ধু
থেকে গেল শুধু স্মৃতির পাতায়।
যৌবনের জীবন পাতায় কিছু বন্ধু
প্রেম সাগরে ভেসে ভেসে প্রেমে মজেছিল খুব।
সাংসারিক হয়ে যায় কেউ
কিছু ছুটে দায়িত্বের পিছু।
বিয়ে করে সংসারেতে দিল কেউ মন
কর্তব্যে বিলিয়ে দিল জীবন।
শৈশবে ভাইবোনও এক প্লেটে
খেতাম কেমন মজা করে।
হাসা-হাসি সাথে মারা-মারি চলতো
অবিরাম সকাল- সন্ধ্যায়,
আর রাত- দুপুরে।
মা -বাবার,আদর -যত্ন,
সবই ছিল কতো মিষ্টি।
দিন দিন চলে যাচ্ছে একে একে সব
শুধু এখন দায়িত্ব আর কর্তব্যের চাপ
এখন আমিও একজন মা,স্ত্রী
দায়িত্ব,কর্তব্যের বেড়াজালে বেষ্টিত।
ছেড়ে যাওয়া সব পেতাম যদি ফিরে
কি যে আনন্দ আর খুশি হতো।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন