
✍️ প্রসেনজিৎ কুমার পাল
চন্দ্রপ্রভা হতে দেয় না রাতকে ঘুটঘুটে কালো,
অমাবস্যা ছাড়া সব রাতেই ফুটে শশীধরের আলো।
পূর্ণিমাতে স্পষ্টভাবে বিধুর প্রভা ফুটে,
কাজের চাপে হিমাংশু মামা পশ্চিম দিকে ছুটে।
অমাবস্যার রাত্রে চন্দ্রমা নেয় ছুটি,
এ ছাড়া আর তার কাজে নেইকো কোন ত্রুটি।
সূর্য ছাড়া অন্ধকারে দিবা,
সূর্য বিভা ছাড়া আভা হীন নিশাকরি।
চন্দ্রমার গায়ে কেমন যেন কালো একটা দাগ?
বাকিটা যেন চকচকে সাদা টাক।
তার কথা ভাবলেই আমি হই অবাক!
যে সারাটা রাত বিলায় চাঁদের আলো,
তার গায়েতেই নাকি একটা দাগ কালো।
এতো দেখি এক আজব লীলা,
যেমন জলে ভাসে শিলা।
প্রাইসে থাকে মেঘের ফাঁকে ফাঁকে,
লোকে তারে চাঁদ মামা বলে ডাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন