✍️সানিয়া জাহান।
যদি তোমার মনের কোথায়
পেতাম একটু ঠাই,
তবে নিজের অজান্তে লিখে যেতাম
কতই না গান।
ছন্দে-ছন্দে ভরে যেত
যেতো পাহাড় সমুদ্র
ঢেউর মাঝে গুণে যেতাম কতইনা রঙ্গিন স্বপ্ন।
গোলাপের পাপড়ি গুলি
যখন বাজে- বাজে ফোটে,
চাঁদের হাসিটা তখন আরো উজ্জল লাগে।
তবু যদি তোমার মনের কোঠায়
পেতাম একটু ঠাঁই,
এলোমেলো জীবনটা গুছিয়ে নিতাম।
কুয়ার ধারে বসে যখন ভাবনায় থাকি ডুবি
কাঠ- ঠুকরো পাখিগুলি ঠন-ঠন করে।
পরান কহে কত কথা, কহার যে কেহ নাই
আমি সৌন্দর্যের প্রেমিক
কবিতা লিখে যাই।
তবু তোমার মনের কোঠায় যদি পেতাম একটু ঠাঁই,
প্রাণের কথাগুলি ডাইরিতে,লিখে যেতাম।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন