আলোকিত আগামীর জন্য



           ✍️রেহানা বেগম হেনা

আলো দিতে দিতে সূর্যটা আজ বড়ো ক্লান্ত-
সাড়ে চারশো কোটি বছর ধরে।
তবুও এতোটুকু হইনি আলোকিত আমরা,
ঘুটঘুটে অন্ধকারে বসবাস আমাদের,
যেন চির অমাবস্যা করেছে গ্রাস।

যেদিকে তাকাই সেদিকেই শুধু ঘুটঘুটে অন্ধকার,
অন্ধকার আর অন্ধকার।
যেন অন্ধ কূপে নিমজ্জিত আমরা।
তাপ অবশ্য পেয়েছি বেশ পর্যাপ্ত,
তাই তো আজ তপ্ত দেশের মস্তিষ্ক।

এতো আলোতেও আমাদের অন্ধ বিবেক,
ধর্মান্ধতায় ঘিরেছে চারপাশ।
কবে আমরা শুষে নেব আলো?
কবে হবো আলোকিত?
নাকি এমনি করেই কাটাবো চিরকাল?
কত কত প্রশ্ন জাগে মনে।
তবে আমি আশাবাদী -
আমাদের সন্তান হবে আলোকিত,
বিশ্ব দুয়ার মাঝে হবেই একদিন প্রতিষ্ঠিত ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন