আবার যদি দেখা হয়,
এক কাপ চায়ের রইলো আমন্ত্রণ।
জানি তুমি জিজ্ঞেস করবে,এতো কিছু থাকতে-
চা-ই কেবল...?
জানো? প্রেমিকার কোনো সমার্থক হয়না।
রোজ সকালে চায়ের কাপে চুমু যেমন।
এইতো সেদিনের প্রথম স্পর্শ,
মনে পড়ে, সেই প্রথম চুম্বন!
হোকনা তা চিনি ছাড়া,
এক কাপ চায়ে-ই আমি থাকতে পারি।
বাকি সব ক্লান্তি বাহানা,
যত সব মিথ্যে বিবরণ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন