বিরহের গান


            ✍️ডঃ দীপঙ্কর বিশ্বাস

বৃষ্টি ধারায়, আমার মন মনের মেলায়,
ছুটে যায় সেই পূর্ণিমার রাতে।
যেদিন দেখা হয়েছিল প্রথম, আলোর খেলায়
মন মোহিনী তোমার সাথে।
মিলনে হৃদয়ে মধুর স্বাদ, মিষ্টি শঙ্খনাদ
আবার ও এই বৃষ্টি বেলায়,
হারানো প্রেমের স্মৃতি, করে আর্তনাদ
মন মেতেছে সর্বনাশী খেলায়।
এক সাথে স্বপ্ন দেখেছিল, হেসেছিল, ভালবেসেছিল
প্রেমের সুর বেজেছিল প্রতিক্ষণে।
তোমার চোখের নীল অভ্রে এ মনে বসন্ত ফুল ফুটেছিল
হারিয়ে গেল কোন অভিমানে?
প্রেমের অনুরাগ উঠেছিল জ্বলে, কোন ছলনার ছলে
স্বপ্নের অতিথি তোমার স্মৃতি
মনে মনে ভাসে, বারে বারে ফিরে আসে প্রতিপলে
হেরে যায় মনের অনুভুতি।
ভীষণ একা হয়ে যায় এই মন, অতলে হারিয়ে যায় সেই ক্ষণ,
তোমার স্মৃতিই আলো জ্বালায় সে অতলে
সব অপেক্ষা তোমার প্রেমে ভরে যায়, আশা জাগায় অনুক্ষণ,
প্রেম সমুদ্রে হারিয়ে যাই আমি সব কিছু ভুলে।
হারানো প্রেমের দুঃখ শীতল মেঘের মত ছুঁয়ে যায়,  রাতের অন্ধকার ছায়ায়
আমি এখন অচেনা পথে তোমায় খুঁজে যাই
তোমার হাসিমুখ, মিলনের অপূর্ণ সুখ, জড়িয়ে থাকুক আমার ভগ্ন হিয়ায়,
তবু যেন প্রেমের মধুর সুর সদা শুনতে পাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন