একুশ আমার চেতনা


                ✍️ শিপ্রা রায় 

পরাধীনতার বিপদ স্কুল পথে হাঁটতে হাঁটতে ভারী হতেছিল একটি ভাষার  চেতনা।
অসহ ভার বইতে বইতে ,শিরদাঁড়া নুইতে নুইতে হারাচ্ছিল সকল সম্ভাবনা।
দেয়ালে পিঠ ঠেকে গেলে ঘুরে দাঁড়াতেই হয়।
নাও ডুবতে থাকলে খড়্গপুর আঁকড়ে ধরতে হয়।
প্রাণপণ লড়াই, জীবন মরণ লড়াই। 
লড়াই, লড়াই, লড়াই...
রানার প্রান্তরে, রাজপথের রক্ত ঝরা লড়াই। 
মাতৃভাষার শৃঙ্খল মোচনের লড়াই। 
বাংলাভাষার মুক্তির উদ্বেল লড়াই। 
শত,শত,শহীদ প্রাণের রক্তস্নাত লড়াইয়ে এবার জয় পাই।
শহীদ যারা নির্ভীক ওরা ,শপথে ভরপুর ওরা।
সালাম,সালাম, রফিক, বরকত ওদের প্রাণের ভয় যে নাই।
এভাবেই, এভাবেই একুশ তোমায় পাই।
একুশ কোন সংখ্যা নয়,আত্ম চেতনার জাগরণ মন্ত্রে বিজয়ী আলপনা।
একুশ কোনো সংখ্যা নয়,একটি ভাষা--তোমার ,আমার মায়ের ভাষার 
বাংলাভাষার বিশ্ব সভায় মুকুট মণির দ্যোতনা।
একুশ আমার মুক্ত চেতনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন