কয় দিন ধরে বাবার অসুখ,
কথা সুর পাল্টে গেছে,
সবকিছুতে যেন ব্যথা অনুভব হয়,
একটু আরাম পেলে এক চিলতে রোদ্দুর যেন শীত সকালে ঝিলিক দিয়ে যায় ।
মুহূর্তে ফিরে গেলাম নিজের অসুখে,
একটু নড়তেই,মাথার কাছে বসে থাকার বাবা
কেমন যেন অনুভব করেন- "কষ্ট হচ্ছে না তো"
স্ফীত হেসে সত্য টা লুকাবার চেষ্টা করতাম,
তবু মনে হয় বাবা সব বুঝে।
এই ভাবনার শেষ না হতেই ,
ছেলের সাথে কাটানো হাসপাতালে চলে গেলাম,
কতদিন ছটফটে টা বাহিরের আকাশ দেখে না,
সেই বিকালে একটু সুস্থ হলে,কোলে করে বিছানা থেকে একটু বাহিরে আনতেই ,সেই খুশির ঝিলিক টা এখনও মনের এক কোনে ছবি হয়ে আছে।
বাবা,আমি,ছেলে, আমরা যেন এক অসুস্থ পরিক্রমা করি,তবুও কাছে টেনে নেয় একে অপরের কাছে,অসুখে ও সুখ খুঁজে পাই ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন