মাতৃভাষা দিবস


                     ✍️ পূজা নাথ 

মাতৃভাষা হলো সবচেয়ে সুন্দর ভাষা ,

এর সঙ্গে জড়িয়ে আছে সমগ্র বিশ্ববাসীর আশা। 

 বিশ্ব মাতৃভাষা দিবস পালিত হয় 21.ই-ফেব্রুয়ারি,

এর বদলে মহান ব্যক্তিদের জীবনও চলে গেছে তাড়াতাড়ি।

 মাতৃভাষার অনেক আছে কবিতা ও গান ,

এর পিছনে আছে ভাষার জন্য লড়াই য়ের অবদান।


যেদিন মাতৃভাষা দিবস পালিত হয় ,

সেদিন বিশ্ববাসী একটি কথাও কয়।

 আমার ভাইয়ের রক্তে রাঙানো 21.ই-ফেব্রুয়ারি,

 আমি কি এত সহজে ভুলিতে পারি ।

যতদিন আছে বিশ্ববাসীর প্রাণ,

 ততোদিন করবে মাতৃভাষার জয় গান।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন