বিষের ভয়ে তরুণী বন্ধ করে দেয় সম্পর্কের দরজা,
জলতরঙ্গের মত ঢেউ খেলানো হাসির আড়ালে গায় গান মন্দাক্রান্তা ছন্দে!
ছুঁয়ে যায় মনোপ্রাণ শুকনো মাটির ভেজা ভেজা গন্ধে,
সুরেলা পাখির ডাকে চিঠি পৌঁছে দেয় আবেগ ক্লিষ্ট মনের খামে।
আমি হাহাকার করে বসেছিলাম!
উতলা প্রেমের গল্পে তিনতাল গুনতে খোয়াই নদীর তীরে,
প্রেমের স্বাদে অতৃপ্ত বিষের আগুন জ্বলছিল মনপবনের নৌকো ঘিরে।
জলস্রোত পার হয়ে ফিরে আসি নিজের অসীমে ,
অতি অন্ধকার পেরিয়ে কলম ছুঁয়ে ভাবনার রঙ মাখে হলুদ পরীর মনে....

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন