✍️ মিঠু মল্লিক বৈদ্য
তোমার প্রেমের প্রেমিক আমি,ঘুরছি শুধু হন্যি হয়ে
চারদিকেতে শত স্বাদের মিষ্টি মধুর ডাকটি আসে।
হরেক রকম বর্ণমালা,কত স্বপ্ন কত আশা
তবুও তোমার মাঝেই স্বর্গসুখ,তোমার মাঝেই মজা।।
প্রথম যেদিন দেখেছিলাম আলো,শুনেছিলাম ডাক
সেদিন থেকেই প্রেমিক হয়ে দিচ্ছি তোমায় হাঁক।
তোমার মাঝেই নাড়ীর বাঁধন তোমার মাঝেই শাসন
তোমার বর্ণেই প্রথম বুলি তোমার সাহসেই চলন।
তুমিই আমার প্রথম ভরসা প্রথম দিনের আকুলতা
তোমার মাঝে শৈশব তোমায় নিয়েই মরণযাত্রা।
তাই তো তোমার কান্নায় আমার ছটফটানি
তোমার মুক্তির দাবীতে রাজপথে বুক পেতে বসি।
একুশ কিংবা উনিশ তোমার লাগি কাঁদে
কবর থেকে আমি আজও দেখি বারে বারে।
বলছি তাই
তোমার মাঝেই স্বর্গসুখ তোমার মাঝেই বাঁচা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন