নিমগ্ন


                   ✍️ স্বর্ণা রায়

ভাঙ্গা ঘরের মতো আমার ভাষা
তপ্ত আগুনের ভেতর লোহার মতো পুড়ে ছাই আজ
 
এখন মায়েরা শেখায় না বাংলাভাষা
আমাদের আঙিনাজুড়ে ঝরে না বকুল
কাননে কুসুমকলি ফুটে না আর

ইংরেজি আর হিন্দিতে  বাংলাভাষার ভাঙাতরী নিমগ্নপ্রায়...

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন