মাতৃভাষা


                  ✍️ সোমা নস্কর 

মোদের গর্ব মোদের দম্ভ মোদের মাতৃভাষা
তোমায় ছাড়া চলা নাহি,তুমি সকলের ভালোবাসা,
তোমার হাতে হাতটি রেখে এগিয়েছে সভ্যতা
তুমিই যুগের শিক্ষাগুরু,তুমিই জ্ঞানের দক্ষতা।
মাতৃভাষা শেখায় মোদের সঠিক ভাষার দাম 
সব ভাষাই শিখতে চাই নিয়ে বাংলার নাম। 

অনেক কবি দেশপ্রেমিক রাঙায় মাতৃভাষা
তাদের ভালোবাসার স্মৃতি অক্ষয় বাংলা ভাষা
রক্তে লেখা ইতিহাসকে করি প্রণাম নত শির 
মোদের মাতৃভাষার সম্মান রেখেছে শত বীর,
শত কোটির ভারতবাসীর ধরেছে শিক্ষার হাল 
একুশে ফেব্রুয়ারি রাখবে মনে ভারতবর্ষ চিরকাল।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন