একুশ মানে আমার ভাষা
একুশ মানে তোমার ভাষা
একুশ মানে সবার ভাষা
একুশ মানে বাংলা ভাষা
সবার প্রানে জাগায় আশা।
একুশ মানে রফিক সালাম
একুশ মানে শহীদ প্রান
একুশ মানে জব্বার বরকত
একুশ মানে ভাষার গান
একুশ মানে মাতৃভাষা
একুশ মানে ভ্রাতৃভাষা
একুশ মানে মুখের ভাষা
একুশ মানে মনের আশা
একুশ মানে স্বপ্ন সুখ
একুশ এলে ভরে উঠে গর্বে বুক।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন