আমার বাংলা ভাষা


               ✍️ দীপক রঞ্জন কর 

মনের ভাব বিনিময় মাধ্যম
 যাকে বলি সবে ভাষা ,
আবেগ মেশানো মন্ত্র যেখানে
কেবলই মাতৃভাষা ।
হৃদয় ছুঁয়ে আসে যে
ভক্তি আর ভালোবাসা
সরল প্রাণ বিনিময়ে 
একমাত্র মায়ের ভাষা।
যে ভাষাতে মিটে যায় 
মনের আশা পিপাসা 
আমার গর্ব আমার প্রাণ
আমার বাংলা ভাষা।
বাংলা ভাষা বাংলা বোল
মনের আদান-প্রদানে 
বাংলার বাদ্য ঢাকঢোল
উৎসব পূজা পার্বণে।
এ ভাষা যে বলতে সহজ
শুনতে বড়ই সুমধুর,
বাংলা ভাষায় পাই রে
কোমল অনুভূতির সুর ।
কবির ভাষায় মাতৃভাষা
মায়ের দুধের সমান,
একুশে ফেব্রুয়ারী ভাষা শহীদ
 স্মরণে জানাই সম্মান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন