সমাপ্তিহীন ঠিকানা


                 ✍️ শ্রী জনার্দন 

চাইলেই কি আকাশকে আপন করা যায়?
কিংবা পাহাড় অথবা সমুদ্র ;
তুমিই বলো;

মেঘের পরশে আমার স্বস্তিকা চূর্ণবিচূর্ণ,
আজ আকাশের মধ‍্যমায় স্থান নিয়েছো তুমি।

যেই আকাশটা ছিলো আমার পূর্ণতা;
সেই আকাশের বুকে, এখন তুমি মধ‍্যমণি।

ঐ দূরের আকাশটাই একদিন ,
মায়াবী আলো ছড়িয়ে অগোছালো মনটাকে বেঁধে দিয়েছিলো।

দিশাহীন নদীগুলো যেমন ছুটতে ছুটতে এক সময় সমুদ্রে মিশে যায়, 
সেই সমুদ্রটাই একটা সমাপ্তিহীন ঠিকানা।

সেই সমুদ্রের বুকে পড়ন্ত বিকেলের ভাস্কর্যে দেখেছিলাম,
একমুঠো নীল নীল আকাশ,
যে আমায় ডেকেছিলো এক বসন্তসন্ধ‍্যায়।

এই পাহাড়টাও অনেক আপন ছিলো,
তার প্রান্তিক রেখা খুঁজতে খুঁজতে,
হারিয়ে গেছিলাল ;
ঝর্ণাহীন কোনো মায়াবী রেখায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন