একুশের স্মৃতি


          ✍️  সুদর্শন সদাগর

আজও প্রতিটি বাঙালির স্মৃতিতে গেঁথে আছে,
বাহান্নর একুশে ফেব্রুয়ারির ভাষা শহীদের,
হৃদয়বিদারক আত্ম বলিদানের কথা।

রফিক বরকত শফিউরের রক্তে,
ভিজেছিল সেই দিন বাংলা মায়ের আঁচল।
প্রতিবাদে গর্জে উঠেছিল সহস্র বাঙালি, 
প্রতিধ্বনিত ছিল বাংলার আকাশে বাতাসে।

বিভীষিকাময় রক্তের আভা ঢাকার রাজপথে,
হাল ছাড়েনি কেউ জবাবে পাল্টা জবাব,  
বিক্ষোভের প্রতিবাদ মিছিল উত্তাল উর্মাদনা।

নির্দ্বিধায় বুক পেতে দিল জব্বার সালাম,
গুলিবিদ্ধ হলো আরো শতেক বাঙালি,
স্মৃতির পাতায় প্রতিটি বাঙালির বক্ষ পিঞ্জরে, 
গেঁথে আছে চির অমর শহীদের কথা।

মুক্তি পেলো বাংলা ভাষা রক্তের স্তুপে দাঁড়িয়ে,
একুশ তুমি চির অমর আছো আমার হৃদয়ে।

বীর শহীদদের সালাম জানাই বিনম্র চিত্তে,
বাংলা ভাষার জয়ধ্বনি আজ তোমাদের রক্তে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন