
✍️প্রিয়াঙ্কা দেবনাথ
থামলে কেন?
বুকের ভেতর ভয়ে থরথর?
ভয়ের পথে হাঁটছো কেন?
কাদের নিয়ে ভাবছো এতো?
এই যে তুমি একলা একা
ধুকছো ভীষণ,
দাবানলে বুকের পাঁজর
পুড়ছে যে হায়!
দেখছে কারা?
বাঁচতে যদি চাও এ জীবন,
ভয়ের খাঁচা ভেঙেই দেখো।
ভাবলো কারা, জানলো কারা?
বললো কিসব কে ?
ওসব ভাবা ছেড়ে দিয়ে,
একলা পথে চলতে শেখো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন