প্রাণের ভাষা


            ✍️ অভিজিৎ চক্রবর্ত্তী

ভাষা আমার প্রাণ ভাষা আমার সম্মান। 
যতদিন বাঁচি রাখব ধরে মাতৃভাষার মান।। 
মায়ের মুখের মধুর বুলি ফোটায় প্রাণে ভাষার কলি। 
শহর নগর অলি গলি মাতৃভাষায় কোলাকুলি।। 
বীর শহীদের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী। 
আত্ম দহনে পূর্ণ সেইদিন কি করে ভুলতে পারি।। 
একুশ আমার নতুন আলো রক্তিম সূর্যোদয়। 
মনে মনে প্রাণে প্রাণে বিজয়ের সুর, গাঁথা গৌরবময়।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন