ভাষা


                   ✍️ -পান্থ দাস 

ভাষা কি?
ভাষা হলো শিল্প,
লিখি যতই 
লাগে যে অল্প। 

ভাষা কি?
ভাষা হলো রঙ তুলি,
যতই আঁকি
ততই শিখি।

ভাষা কি?
ভাষা হলো সাহিত্য, 
যতই ভাবি
ততই বাড়ে আধিপত্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন