দেশপ্রেমিক


              ✍️ পদ্মাবতী মন্ডল

বছর ছ'য়ের নাতিটা সেদিন , বললো আমায় ডেকে! "আমার মা কেন সিঁদুর পরেনা ? কেন থাকে মুখ ঢেকে?" 
কি যে বলি তারে , পতাকার তরে , শহীদ হয়েছে বাপটা ।
ভাঙা বুকে কত সয়েছি প্লাবন, বয়ে গেছে ঝড় ঝাপটা। 

বুকে টেনে তারে, বলি --"জাদু ওরে ,বুলেটে হারালো প্রাণ
দেশটাকে ভালোবেসে দেহখানি, হয়ে গেল খান খান 
জয়হিন্দ বলে, লুটিয়ে পড়লো ভারত মাটির কোলে। 
সেই থেকে ফাঁকা সিঁথি নিয়ে ঘোরে, ভাসে নয়নের জলে।

অবুঝ সে ছেলে বোঝেনিকো অত, দেশপ্রেম বলে কাকে? 
চিৎকার স্বরে, এ ঘরে ও ঘরে , ডেকে ফেরে তার মাকে। 

ম তুমি আমায় সত্যি বলো ? আমিও যুদ্ধে যাবো !!
কবে গো আমিও বাবার মত‌ই  , অমনি শহীদ হবো ? 
কথা দাও কভু আমার জন্য কাঁদবেনা আর তুমি
বাবার মত আমিও যে মা , হতে চাই দেশ -প্রেমী। 

বছর ছয়েই এমন জেদী সে , ছাব্বিসে হবে সেনা 
সেদিনের তরে পুরো পরিবারে শুরু হয় দিন গোনা ।

মাস কেটে যায়, বছর শেষ হয় , দামাল ডিঙোই বয়স
বুকে অদম্য আগ্রহ আর দুই চোখ ভরা সাহস ।

"যে বাপের লালে ধুয়ে গেছে দেশ, সে বাপের ছেলে আমি 
দেশটার প্রতি প্রেম ছিল তাই , হয়েছি দেশপ্রেমিক "

স্ত্রী কে এসে বলে, -"হয়েছি সৈন্য, এবার আমিও লড়বো , 
দেশদ্রোহী কে নাশ করে যদি মরতে হয় তো মরবো । 

যদি কোনোদিন বুকে গুলি বিঁধে হ‌ই  নীলিমার সুর 
সবুজ মাটিতে দাঁড়িয়ে তুমিও পরবে গেরুয়া সিঁদুর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন