অবলা ভাষা

    
                  ✍️ চন্দন পাল

পশুর ভাষা আছে, ভাষা আছে পাখিরও,
সুখ দুখ রাগ রোষ, দ্বেষ দেখায় রোজ।
বোবা ভাইটিও গরজ বুঝায় শরীরী ভাষায়।
মেঘ দেখলে সব, দলবদ্ধ হয় নিগূঢ় ভাষায়।

সে কোন্ ভাষা যা; অপরকে দূরে ঠেলে!
সে কোন্ ভাষা যা;  ত্রস্ত করে!
সে কোন ভাষা যা; মায়ার মোহে বাঁধে !
সে কোন্ ভাষা, যা সুন্দর পৃথিবী গড়ে !

আছে এক ভাষা  যা অন্তরে অন্তর টানে।
শিশুর বিমর্ষ ভাষায়; মা এগিয়ে দেয় বুক,
বলিরেখার ভাষায় প্রিয়, প্রিয়ার মাথায় বুলায় হাত,
জল আর বড়ি এগিয়ে দেয় কেউ; ঈশ্বরের ইসারায়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন