হে মহান একুশে ফেব্রুয়ারি
আজো আছো তুমি -
আমার হৃদয় জুড়ে,
বাঙালির হয়ে থেকো
তুমি চিরস্মরণীয় হয়ে।
এদেশ, ও দেশ ঘুরে,
তোমায় ভুলতে পারিনি।
একুশে ফেব্রুয়ারি
স্বদেশ আমার মাতৃভূমি
বাংলায় আমি বাঙালী,
তোমায় কি ভুলতে পারি?
যতই আসুক ঝড় বাদল,
যতই আসুক তুফান,
তোমায় আমরা করব স্মরণ,
হে একুশে ফেব্রুয়ারি মহান
হে বীর যোদ্ধা তুমি-
তুমি মোদের গর্ব,
হৃদয়ের মাঝে আছো তুমি,
হয়ে উজ্জ্বল তারা
শ্রান্তিহীনভাবে চলেছো
তুমি হে মহান
একুশে ফেব্রুয়ারি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন