উপলব্ধি


                   ✍️ লক্ষী পাল

জীবনটা ছিল খুবই একা, 
       তখন ছিল না কোন ঠেকা। 
আজ পড়েছি মহা ঠেকাতে, 
        পারছি না কিছুতে একা থাকতে। 

একা জীবন ছিল একঘেয়েমি-তে পূর্ন, 
        তখন মনে হয়েছিল জীবনটা শূন্য। 
একা থাকার মূহুর্ত ছিল বড়োই নিরস, 
       সেটা অনুভব করেছি পেয়ে তোমার পরশ। 

একা থাকাতে জীবনের উপলব্ধি ছিল অসম্পূর্ণ, 
      আজ শুধু চাই জীবনুপলব্ধি হয় না যেন ক্ষুর্ন। 
শুধু পুলক থেকে আসে না অনুভূতির পূর্নতা, 
      পুলক আর শোক মিলে মিটে উপলব্ধির শূন্যতা।                                        

এক একটা ঘটনা থেকে এক একটা অনুভবের সৃষ্টি, 
       সুখের মূহুর্ত গুলি থেকে মনটা হয়ে ওঠে মিষ্টি। 
সুখের মাঝে এক টুকরো দুঃখ মনকে করে তিক্ত, 
        তাই কোন কিছুই ভালো নয় অতিরিক্ত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন