ইংলিশ মিডিয়াম


               ✍️ শ্যাম মালাকার 


রাত পোহালেই ভোরের আলো 
    ফুটবে আকাশে । 
বাংলার মাটি কেঁদে উঠবে ।
   মাতবে শোকেতে ।
কাল প্রভাতে কৃষ্ণচূড়ার ঐ ফুল গুলি 
  লাগবে ভারি শক্ত ।
ঐ ফুলে লেগে আছে - 
  তোমার আমার বাঙালীর ভাই 
রফিক সালাম আর বকরতের রক্ত ।
সেই একুশে ফেব্রুয়ারির রক্তের দাম -
   আজ গ্রাস করেছে ইংলিশ মিডিয়াম ।
পাহাড়তলীর মরণ চূড়ায়
ঝাঁপ দিল যে অগ্নি,
ফেব্রুয়ারির শোকের বসন
পরলো সেই ভাষা শহীদদের ভগ্নী। 
কাল প্রভাতফেরীর মিছিল যাবে
রাজপথে আজ ছড়াও ফুলের বন্যা । 
   আজ নিশিতে গুমশে কাঁদে - 
শত ভাষা শহীদদের কন্যা ।
   বটতলা আর কদমতলি -
রাজপথ হোক বা অন্ধগলি - 
   কাল প্রভাতে শুনতে পাবে 
বাংলা মায়ের ক্রন্দনের  কলি । 
   কাল প্রভাতে  বিষাদের রঙ ফুটে উঠবে 
পাখির পালকে কিংবা নারীর দু-চোখে ।
সেই একুশে ফেব্রুয়ারির রক্তের দাম -
   আজ গ্রাস করেছে ইংলিশ মিডিয়াম ।
মায়ের বুকের দুধের মান বাঁচাতে 
সেদিন মমতাজ বেগমের  কপাল ভাঙলো,
তালাক তালাক তালাক তাকে শুনতে হলো ।
কমলার সিঁথিতে উঠলো শেষ সিঁদুর ।
    রক্তের রঙে রঙীন হলো তার 
আলতা পেড়ে শাড়িটা ।
সেই একুশে ফেব্রুয়ারির রক্তের দাম -
   আজ গ্রাস করেছে ইংলিশ মিডিয়াম ।
   ভগ্নস্তূপে দাঁড়িয়ে সেদিন  বঙ্গ জননী শুনেছিল 
      বিভীষিকাময়  একটা আর্তনাদ ।
বঙ্গ তনয়ারা সেদিন নিজের বুকের দিয়ে - 
বাংলা মায়ের ইজ্জত ঢেকেছিল । 
   বঙ্গ তনয়েরা সেদিন উন্মাত হয়ে - 
শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে - 
 শোষিত শৃঙ্খলিত বঙ্গ  মায়ের ধমনীতে 
 প্রানের সঞ্চার করেছিল । 
সেই একুশে ফেব্রুয়ারির রক্তের দাম -
   আজ গ্রাস করেছে ইংলিশ মিডিয়াম ।
বিশ্বজুরে ঐ  কমিউনিকেশন - 
   ইংলিশে যার বেজায় ফ্যাশন। 
বাংলা আজ কেউ পড়ে না কী ?
   রক্তের দাম হয় না কী ? 
আজ রফিকের কাঁদে , সালামের কাঁদে ।
    কাঁদে বরকতের মা । 
আজ বাঙালী কাঁদে , বাংলা কাঁদে ।
   কাঁদে ভাষা শহীদদের বঙ্গধাম ।
ঐ দিকেতে দাঁড়িয়ে হাঁসে - 
     ইংলিশ মিডিয়াম।  
অট্ট হাসি হেসে সে বলে - 
বিশ্বজুরে ঐ  কমিউনিকেশন - 
   ইংলিশে যার বেজায় ফ্যাশন। 
বাংলা আজ কেউ পড়ে না কী ?
   রক্তের দাম হয় না কী ?
ওহে রফিক , ওহে সালাম - 
   ও আমার বরকত ভাই । 
সেই একুশে ফেব্রুয়ারির রক্তের দাম -
   আজ গ্রাস করেছে - 
        ইংলিশ মিডিয়াম ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন