সরস্বতী মায়ের গানের বন্দনা,
গান রচয়িতার কুশল কামনা।
যারা আনন্দে গেয়ে যান গান,
উনাদেরই নিজেদের অবদান।
কন্ঠ তো মোদের সবার আছে,
সুকন্ঠ তো নেই সবার কাছে !
সুকন্ঠ যে সরস্বতীর আশির্বাদ,
দীর্ঘায়ু হোক দিলেন আশির্বাদ।
গানের মাঝেই লুকিয়ে শান্তনা,
গান করো নিরিবিলি আনমনা।
গান ভুলিয়ে দেয় যন্ত্রণা ব্যথা,
দুশ্চিন্তা করিও না শুধু অযথা।
সরস্বতী মোদের কন্ঠে বিরাজে,
তাই তো কথা বলি সকাল সাঁজে। জ্ঞানে বিদ্যায় সরস্বতীর অবদান,
সযত্নে রাখব মোরা দেবীর সম্মান।
বাক বন্ধ হলেই, কন্ঠও হলে রুদ্ধ,
বাক-শক্তি হারিয়ে গেলে হয় জব্ধ।
মিনতি মাগো দাও মোদের শক্তি,
তব পদযুগলদ্বয় ধরে করি ভক্তি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন