গোলাপ


             ✍️ ডাঃ রূপক পোদ্দার

আমি ফুলের তোরার সেই গোলাপ, 

যাকে চিরেছো তুমি বারবার টুকরো করেছো, 

কয়েক হাজার দিতে বলেছো আগুনে ঝাঁপ। 

তাও আমি আছি ,থাকবো , পেওনা খারাপ। 

আমি ফুলের তোরার সেই গোলাপ, 

যাকে হতে বলেছো নির্বাক, 

করেছো যাকে ঘৃণায় হতবাক, 

দিতে বলেছো আগুনে ঝাঁপ। 

তাও আমি আছি ,থাকবো , পেওনা খারাপ। 

আমি ফুলের তোরার সেই গোলাপ, 

কতবার যার হৃদয়ের তুমি বেদনা, 

যার হৃদয়ের সাথে করছো ছলনা, 

দিতে বলছো আগুনে ঝাঁপ। 

তাও আমি আছি ,থাকবো , পেওনা খারাপ। 

           

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন