✍️ক্র ইরী মগ চৌধুরী
কালো জালের পাঁজরের ভিতর থেকে ফেটে পড়ল
ঝিলিমিলি কচি পাতার উদ্ভাস
কাঠিন্যের মজ্জার মধ্যে নিহিত ছিল,
এই রঙ এই চঞ্চলতা অপরাজেয় শক্তি।
এত হিংসা এতদূষণ এতযুদ্ধ মহামারী ধংস,
তবুও প্রানের সেই জয়যাত্রা
ঘোষণার নিশান ওই সবুজ।
দ্রুত বেড়িয়ে আসে ঝাঁকে ঝাঁকে ফুল
পাখিদের গানে উড়ালে বাসা বাঁধার ব্যস্ততায় প্রান দোলা খায়।
পতঙ্গের ডানা ঝিকিমিকিতে জেগে উঠে,
কাঠ পিঁপড়েদের গাছ বেয়ে ওঠা নামায়,
জল কাঁপানো মাছের পাখনায়,
তবে কি কেবল মানুষ অপাংক্তেয়
এই বিপুল সৌন্দর্য্যের
সংস্কৃতি উৎসবে প্রান বন্দনায়।
তার জীবন যাপনের পাকে পাকে আছে যে গাঁথা,
ফসল গুচ্ছ আর কৃষি সম্ভার।
মানুষের পুলক তাই আরো প্রগাঢ়।
হেমন্তের পূর্ণতার পর শীতের বিশ্রান্তি
মৃত্যু ভেঙ্গে জেগে ওঠা হিন্দোলে বাহারে বসন্ত।
মানুষের শরীরে নেই জরাবাল্ক- ল
বিদির্ণ করা নব জীবন ও চেতনা।
তবুও মনে মনে তার বারে বারে আসে ফাল্গুন।
সমস্ত আচ্ছন্ন প্রানবিরোধী
প্রতিকুলতার তীরে দাঁড়িয়
হৃদয় গভীর থেকে ওঠে আসে
মাতৃভাষার কলরব
তাইতো এগিয়ে চলে নিত্য বসন্তের সংস্কৃতি উৎসব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন