জীবন সংগ্রাম


           ✍️আলমগীর কবীর

 জীবনের এক একটা চাহিদা যেনো 
এক একটা পথের কন্টক!
বিষাক্ত সাপের ন্যায় ছোবল মেরে
শরীরটাকে বিষাক্ত করে দিয়েছে।
তবুও যেনো নিঃস্তেজ হয়ে যাইনি,
পশ্চাদে তাকানোর ইচ্ছে নেই
তবুও তাকাতে হয় স্বতেজ হওয়ার জন্য। 
যখন সামনের দিকে এগুতে যাই
আবার সেই বিষাক্ত কন্টকের আঘাতে
জর্জরিত হয়ে যাই।
প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, একদিন এই বিষাক্ত
সর্প সাম্রাজ্যকে ধবংস করে
আমি শির তুলে দাঁড়াবো।
হয়ত তখন কোনো দংশনকারি
সাপ থাকবেনা,
কিন্তু আমারও বেলা অন্তিম পর্যায়ে চলে যাবে-----।
তখন হয়ত এই জীবন সংগ্রামের মর্মটা
বোঝার মতো কেউ থাকবেনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন