বসন্ত ঋতু মানেই বসন্ত উৎসব আর বসন্ত উৎসব মানেই হাজার হাজার বাঙালীর ভীড় শান্তিনিকেতন। এখন শুধু বাঙালীদের জন্য বসন্ত নয়, আসেপাশে সমগ্র জাতিরা মিলিত হয়। রঙ আর আবিরের আনন্দে যেন রাঙ্গা হয়ে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন, রাঙ্গা হয় বাঙালীর গ্রামীণ জীবন দোলপূর্ণিমায়। বসন্ত প্রেমিদের মনে বেজে ওঠে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় একটি গান- “ওরে গৃহবাসী, খোল দ্বার খোল, লাগল যে দোল”, আর জেগে ওঠে ব্যাকুলতার পাগল কবিরা। লেখে যায় হাজার হাজার বসন্তের কবিতা আর গল্প। বসন্ত আসলেই যেন কবিদের মন হাজারো কবিতায় ডানা মেলে।
শুভেচ্ছা এবং শুভকামনায়
গৌরাঙ্গ সরকার (সম্পাদক)
শিবশঙ্কর দেবনাথ( সহ-সম্পাদক)
নবোন্মেষ পত্রিকা
ত্রিপুরা, ভারত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন