জীবন তরী


             ✍️প্রদ্যুৎ মিশ্র

কায়া গগনে গরজে মেঘ
কম্পিত অন্তর মম,
নয়ন বারি ঝরে আজ
শ্রাবণের বর্ষা সম।
অকুল সমুদ্রে জীবন তরী
টলোমলো করে আজি,
কে পারো গো আনন্দ দিতে
ঘুচিয়ে মম বেদনখানি।
আলো আঁধারের এক অবাক খেলা
ভালো মন্দের অবাধ মেলা,
কান্না হাসি আজ পাশাপাশি 
দাড়িয়ে আছে দুয়ারে আসি।
পিছন পথকে না হেরি 
বরণ আমি করবো হাসি,
বাজিয়ে আমি জয় ডঙ্কা
ত্যজিব মনের সকল শঙ্কা।
ব্যথিত চিত্ত অশান্ত মনে
আমি ভাবছি
নিজের কাছে নিজেই কী হারছি?
খুঁজেছি অনেক পেলাম না উত্তর
অপেক্ষায় কি দিন আরো কঠোর?
ছাড়বো এইবার মিথ্যে দুঃখ
হাসবো জয়ের হাসি
এবার আমি হবই হবো 
আলোর পথবাসী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন