✍️সুপর্না কর
গ্ৰীষ্মকাল পেরিয়ে যখন
এলো বর্ষাকাল,
রোজ মেঘেদের গর্জনে
হয় যে সকাল।
শরৎকালের প্রারম্ভ হয়,
কাশফুলের শোভায়।
প্রকৃতি তখন উদ্ভাসিত
মায়ের আগমন বার্তায়।।
গ্ৰীষ্ম-বর্ষা, শরৎ-হেমন্ত
পেরিয়ে এলো শীত।
শীতের সকালে পাখিরা যেন,
গাইছে মধুর গীত।।
বর্ষাকাল চলে গেলেও
যায়নি তার রেশ।
শীতকালেও মেঘেদের যেন,
উড়ছে কালো কেশ।।
কোকিলের মধুর ডাকে
বসন্তকাল এলো।
ফুলের শোভায় চারিদিক যেন,
আলোকিত হলো।।
বসন্তের ছোঁয়া যেন,
লাগলো সবার মনে।
বসন্ত এসে গেছে
কেউ বলছে কানে কানে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন