✍️সীমা দাস
গভীর সমুদ্রের খোলা চিঠি,
তলদেশ তার কেঁপে উঠেছে।
ভেদ করেছে আগ্নেয়োগিরি,
তাপে তার উষ্ণ জল।
প্রচণ্ড তাপের দাবদাহে,
জল গড়িয়ে উপছে পরে স্ফুলিঙ্গ।
স্ফুলিঙ্গ তখন সৈকতে মেশে,
চিরসবুজকে করে গ্রাস।
সমুদ্র তাই বাড়িয়েছে হাত,
এইবার তবে চাই প্রতিকার।
নইলে তার খোলা চিঠিতে ,
উথলে উঠবে তরঙ্গ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন