✍️মনচলি চক্রবর্তী
বসন্ত এসেছে, ফাগুন এসেছে
ঋতুরাজ বসন্ত হেসেছে
দখিনা পাগল হাওয়া
পলাশের সুগন্ধে মেতেছে
ঝড়া পাতার গাছের ডালিতে এসেছে
নতূন কুঁড়ি
আমের মুকুলেরা বসন্ত
দেয় উঁকি
কৃষ্ণচূড়ার লাল রঙখানি
অন্তরে দেয় আনন্দের হাতছানি।
কত সুন্দর ফুল ফুটেছে বনে বনে
শিমূল পলাশের ডালে
কোকিলরা ডাকে মধুর সুরে।
বসন্তের গোধূলিতে
চোখে চোখ রেখে হাতে হাত রেখে
কত হৃদয়ের দেওয়া নেওয়া চলে।
প্রকৃতিতে বসন্ত আবির্ভাব সবার
জীবনে হৃদয়ে
নতূন প্রেমের বার্তা নিয়ে আসে
ফাগুনে মনে প্রেমের আগুন লাগে
অন্তরে স্বপন দোলে ছন্দে তালে
বসন্তের দোল উৎসবে মেতে
অন্তরে লাগে ভালবাসার পরশ
জাগে শিহরণ বুকেতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন