✍️পিয়ালী দেব
বছর ঘুরে আসল হোলি ।
বছর ঘুরে আসল হোলি ।
বসন্তের ডাকা সেই মিষ্ট স্বরে ।।
জাগল মনে হাজারো আশা রংগের স্বরুপে ।
আনন্দে রঙ্গিন হয় যে সখি ।।
সখাকে রাঙ্গাবে বলে।
সখা বলে সখী বাঁধিয়া রাখো ভাবনাগুলি মুক্ত করতে সে দিন ।।
যত্নে রেখো নিজেকে তুমি রাঙ্গাবো তোমায় তাই।
মানবো না যে বারন, যতই করো না কেন বারণ ।।
অন্যদিকে, আইলো হোলি মাখবো রঙ্গ প্রাণপণে যে তাকে ।
যদি সে এবার বাড়ি আসে ।।
আশায় আশায় বছর ঘুরলো চোখের পলকে ।
সতেজ হলো সকল মন রঙ্গের আগমনে ।।
মাতলো সবাই দোলের দোলায় আনন্দ উল্লাসে।
মুক্তি পেল দুঃখ গুলো রঙ্গের ছাড়পত্রে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন