✍️শিউলি দাস
আজ বসন্তে তুমি কোকিল হও
আমি গোধূলির মাঠ
কুহু কূজনে মাতিয়ে দাও
রাঙা নদীর ঘাট
আজ বসন্তে তুমি পাগল ছোরা
আর আমি?
আমি এক মুঠো বালি,
শিথিল গায়ে তোমার পায়ে
নিজেকে কেবলই ঢালি।
আজ বসন্তে তুমি দোল হও
আর আমি হব আবির ,
তোমার গায়ে ঝরে পড়বো
প্রেম ছড়াবো গভীর ।
আজ বসন্তে তুমি রংধনু
আমি একরাশ মেঘ
ছুয়ে যাবো আলতো করে
ছড়াবো রংএর আবেগ।
তবে তাই হোক বেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন